সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

মীনা কার্টুনের স্রষ্টা কে?Who is the maker of Meena animation?

  

মীনা কার্টুনের স্রষ্টা কে?

মীনা কার্টুনের স্রষ্টা কে? × ভুল=মুস্তাফা মনোয়ার √সঠিক=রাম মোহন

মীনা কার্টুনের স্রষ্টা কে-এটা নিয়ে অনেক অভিমত রয়েছে তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই=

মীনা কার্টুনের স্রষ্টা:

২১-২৩ নভেম্বর ১৯৯০ মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সার্কের শীর্ষ সম্মেলনে সার্ক কন্যা দশক (১৯৯১-২০০০) ঘোষণা করা হয়। এ দশক উপলক্ষে সার্কভুক্ত দেশের মেয়েদের আনন্দ ও উৎসাহ দিতে জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) একটি অ্যানিমেটেড সিরিজ তৈরির সিদ্ধান্ত নেয়। তখন বাংলাদেশে UNICEFর যোগাযোগ কর্মকর্তা ছিলেন নিল ম্যাকি মীনার ভাবনা আসে তার মাথা থেকেই। মীনা নাম চূড়ান্ত হওয়ার পর প্রকল্পটির নামও দেয়া Meena হয় মীনা কমিউনিকেশন ইনিশিয়েটিভ (MCI)। 'মুরগিগুলো গুণে রাখো' নামের প্রথম পর্বটির গল্প লিখেন র্যাচেল কার্নেগি। ব্র্যাচেলের গল্প চূড়ান্ত হলে নিল ম্যাকি ও র্যাচেল কার্নেগি বাংলাদেশে এসে বৈঠক করেন প্রখ্যাত তিন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী ও শিশির ভট্টাচার্য্যের সঙ্গে। প্রস্তাবিত মীনার নমুনাচিত্র হিসেবে রফিকুন নবী আঁকেন শাড়ি পরা গ্রামীণ এক মেয়ে শিশুকে। মুস্তাফা মনোয়ার দেন পরিবেশের ধারণা। সব দেখে শুনে ১৯৯২ সালে সবার পছন্দের মীনার রূপ দেন প্রকল্পটির অ্যানিমেশন বিভাগের প্রধান রাম মোহন, যাকে বলা হয় ভারতীয় অ্যানিমেশনের জনক। মীনার সঙ্গে তৈরি করা হয় রাজু, মিঠু, মীনার মা-বাবাসহ আরও একঝাক চরিত্র। বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি ও উর্দু— এই পাঁচ ভাষায় শুরু হয় মীনা কার্টুনের কার্যক্রম। এখন মীনার ২৭টি পর্ব রয়েছে। মীনার কার্টুন ছবি নিয়ে ২৩টি কমিকস বইও বের হয়। মীনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হিসেব করে ১৯৯৮ সালে সার্কের পক্ষ থেকে ২৪ সেপ্টেম্বরকে মীনা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমে শিশুবিষয়ক প্রতিবেদন ও উপাদান সৃষ্টিতে উৎসাহ দিতে ২০০৫ সালে UNICEF চালু করে 'মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। ২০১৬ সালে চালু করে স্মার্টফোনের জন্য 'মীনা গেম' ।

English Translate:

Maker of Meena Cartoon: 
Who is the maker of Meena animation? 
Who is the maker of Meena animation? × Wrong = Mustafa Monwar Correct = Ram Mohan

The SAARC Daughter Decade (1991-2000) was announced at the SAARC Summit hung on 21-23 November 1990 in Male, Maldives. On the event of this decade, the United Nations Children's Fund (UNICEF) chose to make an enlivened series to give happiness and support to the young ladies of SAARC nations. Neil McKee Miner, who was then the UNICEF contact official in Bangladesh, had the thought in his mind. After the name Meena was settled, the undertaking was additionally named Meena Communication Initiative (MCI). Rachel Carnegie composed the tale of the primary scene called 'Count the chickens'. At the point when Brachelle's story was settled, Neil McKee and Rachel Carnegie came to Bangladesh and met with three famous painters, Mustafa Monwar, Rafiqun Nabi and Shishir Bhattacharya. Rafiqun Nabi draws a sari-wearing country young lady kid as a model of the proposed minaret. Mustafa Monwar gave the possibility of ​​environment. In 1992, Ram Mohan, the top of the activity division of the task, is known as the dad of Indian liveliness. Raju, Mithu, Meena's folks and different characters are made with Meena. Meena animation exercises began in Bengali, English, Hindi, Nepali and Urdu. Presently Minar has 26 scenes. 23 comic books with sketch of Minar were additionally distributed. Considering the ubiquity and acknowledgment of Meena, September 24, 1997 was proclaimed as Meena Day by SAARC. UNICEF dispatched the 'Meena Media Award' in 2005 to support the production of youngsters' reports and material in the media in Bangladesh. Dispatched in 2016, 'Meena Game' for cell phones.

Content Written By Md.Abdullah Al Jumman


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ