সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

কারেন্ট এফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ ডাউনলোড || Current Affairs September 2021 Download

সেপ্টেম্বর ২০২১ মাসের কারেন্ট এফেয়ার্স যা যা রয়েছে

কারেন্ট এফেয়ার্স সেপ্টেম্বর ২০২১ ডাউনলোড Current Affairs September 2021 Download

এক নজরে দেখে নেই সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কারেন্ট এফেয়ার্স

এবারের আয়োজনে যা যা থাকছে:

  • বিসিএস 
  • ৪০, ৪১ ও ৪৩তম BCS প্রিলিমিনারি। লিখিত | ভাইভা

চাকরি
  • প্রাথমিক সহকারী শিক্ষক মডেল টেস্ট শিক্ষক-প্রভাষক নিবন্ধন ব্যাংক-বীমা কর্মকর্তা নিয়োগ PSC নন-ক্যাডার বিভিন্ন চাকরির নিয়োগ প্রস্তুতি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
  • সাম্প্রতিকঃ
  • আফগানিস্তানের ক্ষমতায় আবারও তালেবান দেশে এখন উপজেলা ৪৯৫ ইরাকে মার্কিন যুদ্ধের অবসান মৌলিক অর্থসূচকে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর : নবম পর্ব ই-কমার্স : নতুন অধ্যায়ে বাংলাদেশ


প্রকাশ হয়েছে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল। উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন, অনুত্তীর্ণরাও এ থেকে নেয়া অভিজ্ঞতায় অদম্য শক্তি ও সাহসে জ্বলে উঠবে। অন্যদিকে, চলছে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি। প্রফেসর'স প্রকাশন-এর মানসম্পন্ন বইগুলো এক্ষেত্রে সবার জন্য সহায়ক হবে বলে আশা করি। প্রতি মাসের বাংলাদেশ ও বিশ্বের ঘটনাবহুল বিষয়সমূহের পাশাপাশি চাকরি ও ভর্তি প্রত্যাশীদের জন্য তথ্যের যূথবদ্ধ অনন্য ও অদ্বিতীয় সাময়িকী কারেন্ট অ্যাফেয়ার্স। দীর্ঘ ২৫ বছরের পথচলায় কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস, নন-ক্যাডার, ব্যাংকসহ যেকোনো সরকারি-বেসরকারি চাকরি প্রত্যাশীদের জন্য যেমন অবিচ্ছেদ্য অনুষঙ্গী, তেমনি উচ্চশিক্ষায় ভর্তিচ্ছুদের ক্ষেত্রে তা অত্যাবশ্যকীয়। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে সাম্প্রতিক বিষয়সমূহের প্রাঞ্জল ও সুসংবদ্ধ উপস্থাপনা। এর পাশাপাশি দিক-নির্দেশনামূলক তথ্য পাঠকমহলকে চাকরি প্রাপ্তি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নির্ভরতা দেয়। শুধু তাই নয়, সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে যেকোনো পাঠক সমৃদ্ধও হন৷ প্রচার সংখ্যায় দেশে প্রকাশিত যেকোনো সাময়িকীর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স-ই শীর্ষে। পাঁচ লক্ষাধিক সার্কুলেশন-এর স্বপক্ষে সে কথাই প্রকাশ করে। আর এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের, সেই চাকরি প্রত্যাশী ও ভর্তিচ্ছুরা আমাদের এগিয়ে চলার স্বপ্নসারথী। আপনাদের সঙ্গে নিয়েই আমাদের পথচলা। পাঠকের চাহিদা-উৎসাহ আর উদ্দীপনা আমাদেরকে দীর্ঘদিন ধরে চলমান ভয়াবহ এ করোনা অতিমারিতেও সদর্পে এগিয়ে চলতে সহায়তা করছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ । সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের সাহস জোগাবে, উদ্বুদ্ধ করবে। সবশেষে, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকুন, ভালো থাকুন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ