সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলা সাহিত্য

বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলা সাহিত্য

Preparation for all types of competitive examinations including BCS, University Admission Test, Medical Admission Test, Primary Teacher Registration Test

বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ-সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন এর জন্য অন্যতম একটি ওয়েবসাইট। সকল প্রকার আপডেট পাওয়ার জন্য চোখ রাখতে হবে এই ওয়েবসাইটটিতে যেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখা হয় এতে করে আপনার প্রিপারেশন হয়ে যাবে আরো জোরালো ধারাবাহিকতার আলোকে আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব

ভাষা ও সাহিত্য - 

গদ্য যে যুগের সাহিত্য উপকরণ— আধুনিক যুগের। 
মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা করেন – ড. দীনেশচন্দ্র সেন। 
চর্যাপদের পদগুলো যে ছন্দে রচিত— মাত্রাবৃত্ত ছন্দে।
– ‘ডাকার্ণব’ ও ‘দোহাকোষ' উদ্ধার করেন - হরপ্রসাদ শাস্ত্রী। 
– 'শূন্যপুরাণ' গ্রন্থটির নামকরণ করেন— নগেন্দ্ৰনাথ বসু ৷ 
• বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র— ভাড়দত্ত। ব্যাকরণ-বিরচন -
 অদ্রি শব্দের অর্থ – পাহাড়।
 খ, ঘ যে ধরনের ধ্বনি— মহাপ্ৰাণ৷ 
- নামাজ, ফেরেশতা যে ভাষার শব্দ— ফারসি শব্দ।
 Regressive শব্দের অর্থ— পরাগত সমীভবন।
 – ল যে ধরনের ধ্বনি— পার্শ্বিক ।
 বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি— ৭টি।
 - শব্দের ক্ষুদ্রতম অংশ— অক্ষর।

 - সন্ধি
 দুর্ + ছাই = দুচ্ছাই
 • অতুল + ঐশ্বর্য = অতুলৈশ্বর্য
 • ষট্ + আনন = ষড়ানন
 • উৎ + বন্ধন = উদ্বন্ধন 
• বন + পতি = বনস্পতি 
• পদঃ + খলন = পদস্খলন
 • বিপদ্ + সংকুল = বিপৎসংকুল।

 – সমার্থক
শব্দ অন্নদা– অপর্ণা, উমা, শিবপত্নী, জগদম্বা, পার্বতী 
• ঋদ্ধ– উন্নত, পুষ্ট, বিত্তশালী, সমৃদ্ধ, ঋদ্ধিমান • ঐরাবত – হস্তী, হাতি, গজ, দ্বিপ, নশ ৷

শুদ্ধ বানান >
 স্টুডিও, প্রতিদ্বন্দ্বিতা, অপাঙ্ক্তেয়, অশ্বত্থ, ঐষীক, তীক্ষ্ণ, দ্যূতক্রীড়া, পরাঙ্মুখ, ন্যুব্জ, ক্ষেপণাস্ত্র ঘৃতাহুতি, তত্ত্বাবধান, দ্বন্দ্ব। বিপরীত শব্দ > অমরাবতী— নরক আদিষ্ট— নিষিদ্ধ • ঋজু— বক্র কড়ি— কোমল • কৌতূহলী— নিঃস্পৃহ চাক্ষুষ— অগোচর • প্রতর্থী— অর্থী।
 
• পারিভাষিক শব্দ
 > Acting– ভারপ্রাপ্ত • Bail – জামিন • Casual leave - নৈমিত্তিক ছুটি • Defence— প্রতিরক্ষা • Forefeit— বাজেয়াপ্ত করা • Humanism— মানবতাবাদ • Inheritance— উত্তরাধিকার। 

এককথায় প্রকাশ >
আপনাকে পণ্ডিত মনে করে যে— পণ্ডিতম্মন্য 
• যার উপস্থিত বুদ্ধি আছে— প্রত্যুৎপন্নমতি 
• যা কখনো নষ্ট হয় না— অবিনশ্বর 
• যে মেয়ের বিয়ে হয়নি— অনূঢ়া ৷ 

বাগধারা 
আদায় কাঁচকলায়— শত্রুতা 
• এক ক্ষুরে মাথা মুড়ানো— একই স্বভাবের লোক 
• কেতাদূরস্ত— পরিপাটি 
• কপাল ফেরা— সৌভাগ্য লাভ 
• গাছে তুলে ম‍ই কাড়া— আশা দিয়ে আশা ভঙ্গ করা। 

সমাস
 রাজকুমার = রাজার কুমার – ষষ্ঠী তৎপুরুষ 
• কদাচার = কু যে আচার— কর্মধারয় 
• ভ্রাতুষ্পুত্র = ভ্রাতার পুত্র – নিপাতনে সিদ্ধ 
• জ্ঞানশূন্য = – তৃতীয়া তৎপুরুষ । জ্ঞান দ্বারা শূন্য—— 

কারক ও বিভক্তি > 
খুব এক ঘুম ঘুমিয়েছো তুমি— সমধাতুজ কর্ম 
• রাজার দুয়ারে হাতি বাঁধা— ঐকদেশিক অধিকরণ 
• শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন— কর্তৃকারক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ