গরুর ওজন মাপার সুত্র
আসসালামু আলাইকুম,
আজকের পোস্টটি অতি গুরুত্বপূর্ণ আমরা অতি সহজে কিভাবে একটি গরুর ওজন মাপতে পারি সেই সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন দেরী না করে ঝটপট এই পোস্ট টি পড়ে নেই।
কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান গরুর সম্ভাব্য ওজন মাপার একটি সূত্র জানান। সেটি হলো— প্রথমে গরুর সিনার অংশের প্রন্থ কত ইঞ্চি, তা মাপতে হবে। যে সংখ্যা আসবে, সেটি দিয়েই সংখ্যাটিকে গুণ করতে হবে, মানে বর্গ করতে হবে। এরপর গরুর ঘাড় থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য ইঞ্চিতে পরিমাপ করতে হবে। এর পরের কাজ হলো প্রস্থের বর্গের সাথে দৈর্ঘ্যকে গুণ করে গুণফলকে ৬৬০ দিয়ে ভাগ করা । ভাগফল যা আসবে, সেটাই গরুর সম্ভাব্য ওজন । মাঝারি আকারের একটি গরুর সিনার গ্রন্থ সাধারণত ৫০ ইঞ্চি। ঘাড় থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য সাধারণত ৭০ ইঞ্চি হয়ে থাকে।
২,৫০০ ইঞ্চির সাথে ৭০ ইঞ্চি গুণ করলে দাঁড়ায় ১,৭৫,০০০ ইঞ্চি। এই গুণফলকে ৬৬০ দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়াবে প্রায় ২৬৫ কেজি। আর এটাই হলো গরুটির সম্ভাব্য ওজন ।
You can also read in english here:
The present post is vital We will learn exhaustively regarding how to handily quantify the heaviness of a cow. So we should not peruse this post immediately.
Moniruzzaman, a teacher in the Department of Zoology at the University of Agriculture (BAKRUBI), gave a source to gauge the possible load of cows. That is: first you need to quantify the primary inch of the cow's bosom. You need to duplicate the number by the number that will come, that is, you need to square. Then, at that point the length from the neck of the cow to the foundation of the tail ought to be estimated in inches. The following undertaking is to increase the length by the square of the width and separation the item by 60. The remainder is the plausible load of the cow. The ligament of a medium-sized cow is generally 50 inches. The length from the neck to the foundation of the tail is normally 60 inches.
Increase 60 crawls by 2,500 creeps to get 1,75,000 inches. Separating this item by 60, the remainder will be around 265 kg. Also, this is the conceivable load of the cow.
0 মন্তব্যসমূহ