how to learn Preposition very easily in Bangla || কিভাবে খুব সহজে বাংলায় Preposition শিখবেন
আজকের আয়োজনে আমরা জানবো প্রিপোজিশন সংক্রান্ত সকল টুকিটাকি বিষয়
Preposition
part-01
1.About :-
(i)কোন ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে/বিষয়ে বোঝাতে=Tell me all about this.
There is something strange about him.
(ii)কোন কিছুর উদ্দেশ্য বর্ণনা করতে = Movies are all about making money these days.
What was all about that?
(iii) একটি স্থানের অনেক দিক বোঝাতে কিংবা এখানে সেখানে বোঝাতে= We wandered about out the town for an hour or so. He looked about the room.
(iv) কাছাকাছি (Approximate) সময় বোঝাতে = Mother gets up at about 5 a.m.
2 Above :-
(i)কোন ব্যক্তি বা বন্ধুর তুলনায় উচ্চতর স্থানে কিংবা অবস্থানের নির্দেশ করতে = The water came above our knees. We were flying above the clouds.
(ii) কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা মূল্য, ওজন, তাপমাত্রা কিংবা বয়সের তুলনায় বেশি বোঝাতে = Inflation is above 6%. Temperatures have been above average.
(iii) কোন ব্যক্তি বা বস্তুর তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ কিংবা মানসম্পন্ন বোঝাতে = I rate her above most other players of her age.
Man is true above all.
(iv) প্রকৃত অবস্থার বিপরীতে অন্যরূপ চিন্তার ঊর্ধ্বে বোঝাতে He cannot tell a lie because his honesty is above suspicion (সে মিথ্যা বলতে পারে না কারণ তার সততা সন্দেহের র্ধ্বে)
03.Across Uses (ব্যবহার)
(i)কোন কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে = He walked across the field.
I drew a line across the page.
(ii) কোন কিছুর অপর প্রান্ত বোঝাতে = There is a bank right across the street.
You will have it across the river.
(iii) দেহের অঙ্গের ওপর বোঝাতে = He hit him across the face.
It's too light across the back.
(iv) কোন স্থানের প্রতিটি বিভাগ দলবদ্ধ লোক ইত্যাদি বোঝাতে = His family is scattered across the country.
This view is common across all sections of the community.
(এই দৃষ্টিভঙ্গি কমিউনিটির সকল অংশে প্রচলিত।)
04.After Uses (ব্যবহার)
Examples (উদাহরণ)
(i) কোন কিছুর তুলনায় পরে বোঝাতে = We shall leave after lunch.
They arrived shortly after 5.
After an hour I went home.
(ii) ক্ৰমান্বয়ে কোন কিছু বোঝাতে = Day after day she began to become mad.
I have told you time after time not to do that.
(iii) কারোর পশ্চাতে বোঝাতে = Shut the door after you.
He ran after her with the book.
(iv) তাৎপর্যের দিক দিয়ে কিংবা ক্ৰমান্বিক ধারায় কোন কিছুর পরে বোঝাতে = Your name comes after mine in the list.
He is the tallest, after Richard.
Written By Abdullah Al Jumman (CEO and FOUNDER )
0 মন্তব্যসমূহ