পুরস্কার-সম্মাননা 2021-Awards 2021
বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি BCS and university admission preparation
কৃষিক্ষেত্রে AIP উপাধি
সরকার কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য বা গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (Agricultural Important Person-AIP) উপাধি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৩ জুন ২০২১ AIP নির্বাচনের জন্য সুপারিশ দিতে ১০ সদস্যের কমিটি গঠন করে গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ ।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার হিসেবে প্রতিবছর স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ – এ তিন বিভাগে মোট ৩২টি পদক প্রদান করা হয় । এর মধ্যে স্বর্ণ পাঁচটি, রৌপ্য নয়টি ও ব্রোঞ্জ পদক ১৮টি। ২৭ জুন ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ প্রদান করেন। |
মুক্তিযুদ্ধ পদক
মুক্তিযোদ্ধাদের সম্মানে 'মুক্তিযুদ্ধ পদক' চালু করতে যাচ্ছে সরকার। মুক্তিযুদ্ধ পদক নীতিমালার আলোকে সাতটি শ্রেণিতে ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান পর্যায়ে এ পদক দেয়ার প্রস্তাব করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সাল থেকেই এ পদক প্রবর্তন করা হবে।
|| বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন UGC প্রবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ, যার মেয়াদকাল এক বছর এবং এটি ১ জুলাই ২০২১-৩০ জুন ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে। ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ২০২১ লাভ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো. আফজাল হোসেন। 'এক্সপ্লোরিং দ্য পটেনশিয়াল অব সিউইডস ফর প্রমোটিং দ্য ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ গবেষণা প্রস্তাবনার জন্য তাকে এই ফেলোশিপ দেয়া হয় ।
|| ওয়াল্টার স্কট পুরস্কার
ব্রিটিশ কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিলারি ম্যানটেল ২০২১ সালের ওয়াল্টার স্কট প্রাইজ ফর হিস্ট্রিক্যাল ফিকশন-এ মনোনীত হন। ব্রিটেনের ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব থমাস ক্রমওয়েলের জীবনীভিত্তিক তিন খণ্ডের উপন্যাসের শেষ খণ্ড The Mirror & The Light-এর জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন।
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার...
২০১৩ সালে সরকার রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার নীতিমালা প্রণয়ন করে। শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতাকে উৎসাহ দিতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রবর্তন করা হয়। ২৭ জুন ২০২১ শিল্প মন্ত্রণালয় এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ২০১৯ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে মোট ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার....
২০১৯ সালে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা প্রণয়ন করে। শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতাকে উৎসাহ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ শিল্প পুরস্কারের প্রবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারের প্রত্যেক ক্যাটাগরির প্রথম পুরস্কার তিন লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার দুই লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার এক লাখ | টাকা ও ১৫ গ্রাম স্বর্ণ খচিত ক্রেস্ট। ২৭ জুন ২০২১ শিল্প মন্ত্রণালয় এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ২০২০ সালের জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ২৩টি শিল্প প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করে।
দ্রষ্টব্য : সকল প্রকার তথ্য সংগ্রহ করা হয়েছে জাতীয় সংবাদপত্র থেকে এবং উইকিপিডিয়া থেকে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন স্কুল অফ সেলফ স্টাডির পাতায়
Created By Md.Abdullah Al Jumman
0 মন্তব্যসমূহ