TOEFL প্রিপারেশন [বেসিক গ্রাম্মার]
পর্ব
০১
অনেকে বিভিন্ন
ভর্তি পরীক্ষার
জন্য TOEFL প্রিপারেশন
এর জন্য আর্টিকেল খোঁজেন
আজকে থেকে এই ওয়েবসাইটটিতে
নিয়মিত এটুজেড TOEFL প্রিপারেশন আর্টিকেল
রচনা করবো ইন্শাল্লাহ ।
তাহলে চলুন কথা না বাড়িয়ে
আমরা মেইন পয়েন্টের চলে
যাই আমরা প্রথমে একটা জিনিস ক্লিয়ার
করতে চাই কোনরকম প্যারা নিবো না। খুব ঠান্ডা মাথায় এ গ্রামার এর রুলস গুলো ফলো করবো। আমি প্রতিটা
রুলস ভেঙে ভেঙে বুঝানোর
চেষ্টা করব এবং তার সাথে উদাহরণ থাকবে।
Normal sentence pattern in english |
subject |
verb |
complement |
modifier |
Jamil and i |
ate |
a pizza |
last night |
We |
studied |
history |
last week |
Subject
একটি sentence এ subject অবশ্যই থাকবে । subject শুধু মাত্র single noun ও হতে
পারে ।
Example: correct: Coffee is delicious.
Correct: Milk
contains calcium.
Coffee এবং milk
হচ্ছে single noun এবং sentence এর subject
noun phrase ও হতে পারে। noun phrase একাদিক শব্দ নিয়ে গঠন হতে পারে যার শেষে
থাকে noun
Example:
The book in on the
table.
The chemistry
professor cancelled class today.
এখানে The book ও The chemistry হচ্ছে noun
phrase .
Verb
verb সাধারনত subject
এর কোন কাজ বোঝায় এবং subject এর পর
পরই verb এর অবস্থান
তাহলে চলুন টপাটপ কয়েকটা উদাহরণ দেখা যাক
Example:
Shahid is going to to Dhaka tomorrow
এখানেই is হচ্ছে auxiliary verb এবং going to হচ্ছে Main verb
Khalid has been reading that book
এখানে has হচ্ছে auxiliary verb এবং been হচ্ছে auxiliary verb reading হচ্ছে Main verb
compliment
এখন দেখা যাক
কমপ্লিমেন্ট কাকে বলে:
Complement the complete verb অর্থাৎ কমপ্লিমেন্ট ক্রিয়া সম্পন্ন করে কমপ্লিমেন্ট সাধারণত noun বা noun
phrase হয়ে থাকে| sentence যদি active voice থাকে তাহলে কম্প্লেমেন্ট
সাধারণত verb-এর পরে বসে। তবে
একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেক বাক্য কমপ্লিমেন্ট প্রয়োজন হয়না
এটা খুব সুন্দর ভাবে মাথায় গেঁথে নিবা এবং কোন সময় Preposition দিয়ে শুরু হয় না
|
কম্প্লেমেন্ট
সাধারণত what এবং whom এর প্রশ্নের জবাব দিয়ে থাকে তাহলে চলো এখন টপাটপ কয়েকটা উদাহরণ দেখিঃ
Raja brought a cake
yesterday দেখো আমি আগেই বলেছিলাম কি এবং কে দারা প্রশ্ন করা
হচ্ছে এখানে [ what did raja buy ] তাহলে আমরা নিশ্চয়ই
বুঝতে পেরে গেছি যে এখানে cakeটা হচ্ছে
কমপ্লিমেন্ট |
আমরা দ্বিতীয়
পর্বে আলোচনা করব Modifier নিয়ে
0 মন্তব্যসমূহ